ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৯ ১৪৩১
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

পদ্মায় ট্রলার ডুবি, ফরিদপুরের দুই স্কুলশিক্ষক নিখোঁজ     

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ২০:৩৯, ২৫ আগস্ট ২০২১

পদ্মায় ট্রলার ডুবি, ফরিদপুরের দুই স্কুলশিক্ষক নিখোঁজ      

ছবি- শিক্ষকদের ফেসবুক থেকে নেওয়া

পদ্মায় ট্রলার ডুবে দুই স্কুলশিক্ষক নিখোঁজ রয়েছেন। ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের সিএমবি ঘাট সংলগ্ন ভানু ফকিরের ডাংগি এলাকায় পদ্মা নদীতে এই ট্রলার ডুবির ঘটনায় ঘটে। আজ আনুমানিক বিকাল পাঁচটায়  সিএন্ডবি ঘাটে ট্রলার থেকে নামার প্রাক্কালে ট্রলারটি ঘাটের পল্টুনের সাথে ধাক্কা খেয়ে নদীতে ডুবে যায়।

জানা যায়, আজ  ফরিদপুর জেলা শহরস্থ বিভিন্ন হাইস্কুলের ১৫ জন শিক্ষক একত্রে একটি ট্রলার নিয়ে ভ্রমণ করতে যায়। ভ্রমণ শেষে তারা আনুমানিক বিকাল পাঁচটায়  সিএন্ডবি ঘাটে ট্রলার থেকে নামার প্রাক্কালে ট্রলারটি ঘাটের পল্টুনের সাথে ধাক্কা খেয়ে নদীতে ডুবে যায়। এ সময় পার্শ্ববর্তী জেলেরা এসে ট্রলারের মাঝিসহ ১৩ জন শিক্ষককে জীবিত উদ্ধার করলেও দু' জন শিক্ষক নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিক্ষক হলো ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আলমগীর হোসেন এবং সারদা সুন্দরী হাইস্কুলের সহকারী শিক্ষক আজমল হোসেন। 

উক্ত উদ্ধারকৃত ১৩ জন শিক্ষকের মধ্যে ০৪ জন শিক্ষককে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে গিয়ে নিখোঁজ দু' জন শিক্ষককে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত